১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিদ্যুৎবিহীন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল

-

দীর্ঘ ১০ ঘন্টা অন্ধকারে থাকার পর অবশেষে জেনারেটর দিয়ে চলছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েছে শিশু, ডায়রিয়া ও মহিলা বিভাগের রোগীরা। রোগীরা মোমবাতি জ্বালিয়ে প্রয়োজন সারছেন।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক রোগী হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানা গেছে।
একটি সূত্র জানায়, রবিবার দুপুর ২টায় হঠাৎ বিদুৎহীন হয়ে পড়ে হাসপাতাল। কর্তৃপক্ষের অবহেলার কারণে ১০ ঘন্টা অন্ধকারে কাটাতে হয় রোগীদের। গরম ও অন্ধকারে দূর্ভোগে পড়েন চিকিৎসাধিন রোগীরা।
তবে এদের মধ্যে শিশু, ডায়রিয়া ও মহিলা ওয়ার্ডের রোগীদের অবস্থা করুন হয়ে পড়ে। অনেকে মোমবাতি, টর্চলাইট ও মোবাইলের লাইট ব্যবহার করে প্রয়োজন মেটায়। হাসপাতালের অন্ধকার থাকার কারণে কিছু রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে ওই সূত্রটি জানায়।
অবশেষে রাত সাড়ে ১২টার দিকে সংবাদকর্মীরা খোঁজখবর নেয়া শুরু করলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। চালু করা হয় জেনারেটর। তবে অন্ধকারে রয়েছে হাসপাতালের মূল ফটকসহ, আবাসিক ভবন ও অধিকাংশ কক্ষ। জেনারেটর দিয়ে কয়েকটি কক্ষে আলোর ব্যবস্থা করা হলেও চলছে ফ্যানসহ চিকিৎসা কাজে ব্যবহার্য যন্ত্রাংশ।
সৈয়দপুর ১০০ শয্যা হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফুল হক সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বিদু্যুৎ বিভাগকে জানানো হয়েছে।
সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী মোঃ আলী জিন্নাহ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল