১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪

বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ - প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে কলা ভর্তিট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিপেন হোসেন নামে কলা ব্যবসায়ী থানায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, সোমবার দুপুরে উপজেলার মহাস্থান গড়ে ট্রাক ছিনতাইয়ের ঘটনাটিন ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, কুষ্টিয়ার দৌলতপুরের নিপেন হোসেন নামের একজন ব্যবসায়ী ট্রাকে করে ২৭০ ঘাউর কলা বিক্রি করতে রোববার বগুড়ার শাজাহানপুর থানার নয় মাইল হাটে আসেন। সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় সেদিন কলা বিক্রি করতে পারেননি। পরের দিন সোমবার শিবগঞ্জের মহাস্থান চন্ডিহারা হাটে কলা বিক্রির সিদ্ধান্ত নিয়ে নয় মাইল হাট থেকে গাড়ি নিয়ে মহাস্থান গড়ে আসেন তিনি। সেখানে ওভার পাসের নিচে গাড়ি পার্কিং করে ড্রাইভারসহ ভাত খেতে যান। পরে গাড়ির কাছে ফেরত আসলে আলামিন, দেলোয়ার ও সৈকত নামের তিন যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কলাগুলো চোরাই দাবি করে। এ সময় নিপনকে হুমকি দিয়ে পার্শ্ববর্তী গুদামঘরে নিয়ে গিয়ে আটকে রেখে মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে কলাগুলো জোর করে ৬১ হাজার টাকায় ডাবলু মিয়া নামের এক ব্যবসায়ির কাছে বিক্রি করে দেয় তারা। একপর্যায়ে ট্রাক চালক রিগান হোসেন কৌশলে বিষয়টি থানা পুলিশকে জানালে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরবন্দর এলাকার একটি কলা পাকানোর ঘরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া কলা, ট্রাক এবং ট্রাক ড্রাইভারকে উদ্ধার করা হয়। ওই সময় কলার ক্রেতা ডাবলু মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর অভিযুক্ত তিন যুবক আলামিন, দেলোয়ার ও সৈকতসহ গ্রেফতার ডাবলুর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
কোর্ট ফি’র ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়া ও আদালত অঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবি বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ‘রাসূল সা:-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে’ বাবুগঞ্জের স্কুলছাত্রী তামান্না হত্যা মামলার ২ আসামি গ্রেফতার মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্বপ্না হত্যার ঘাতক, স্বজনদের মানববন্ধন বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭

সকল