বগুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত
- বগুড়া অফিস
- ০৫ জুন ২০২৩, ১৬:৩৩
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মোকামতলা জয়পুরহাট রাস্তার মোড়ে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক আব্দুল বারী (৪২) শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আব্দুল বারী তার অটোভ্যান নিয়ে মোকামতলা জয়পুরহাট রাস্তার মোড়ে ওভার ব্রিজের নিচে দিয়ে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল বারী।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা