মান্দায় বাসের ধাক্কায় সাইকেলআরোহী নিহত
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৩, ২২:২৪
নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় নুরুল ইসলাম মণ্ডল (৭০) নামের এক বাইসাইকেলআরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সুতিহাটের অদূরে জেলেঘাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মণ্ডল নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী এক বাস নুরুল ইসলাম মণ্ডলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পাকা সড়কের মধ্যে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছে। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলায় হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা