২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় আওয়ামী লীগসহ ৪৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়ায় আওয়ামী লীগসহ ৪৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত -

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন কমিটির সভাপতি আলীম উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। একই ধাপে জেলায় আরো ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তারা জামানত ফিরে পাবেন না। গত ২৮ নভেম্বর জেলার ২৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে জেলার ধুনট, শাজাহানপুর ও সদর উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী আইন মোতাবেক প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে ওই প্রার্থী জামানত ফিরে পাবেন না। সে হিসেবে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাবেন।

এর মধ্যে সদরের নুনগোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ১৩ হাজার ৯২২। এর মধ্যে নৌকা প্রতীকে আলীম উদ্দিন পেয়েছেন ১২২ ভোট। ওই নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বদরুল আলম (আনারস)। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৮৮৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী শাহ মো: আব্দুর রশিদের (অটোরিকশা) প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৯৬।

এ ছাড়া ধুনট উপজেলার ১০ ইউনিয়নে ১২ জন, শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে ২০ জন ও সদর উপজেলার ৮ ইউনিয়নে আরো ১১ চেয়ারম্যান প্রার্থীর জামানত খোয়া গেছে।

এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানিয়েছেন, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে কোনো প্রার্থী জামানত ফিরে পাবেন না।


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল