১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


শাজাহানপুরে প্রেমের সম্পর্ক গড়ে মাদরাসাছাত্রীকে দিনভর ধর্ষণ

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শাজাহানপুরে এক মাদরাসাছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়িতে ডেকে এনে দিনভর ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডেমাজানি দক্ষিণ পাড়া গ্রামে। অভিযুক্ত রিফাত (১৭) দশম শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার এ অভিযোগে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই মাদরাসাছাত্রীর মা জুলেখা বেগম জানান, আমার মেয়ে একটি মাদরাসার কামিল শ্রেণীতে (মাস্টার্স ) লেখাপড়া করেন। আমাদের বাড়ি শেরপুর উপজেলার কানুপুর গ্রামে। পাশের শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের রিফাত প্রায় এক বছর ধরে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ নিয়ে নিষেধ করা সত্বেও তিনি মানেনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিন সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়েকে প্রলোভন দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাশের ফুফুর বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকায় দিনভর মেয়েটিকে ধর্ষণ করে।

মেয়েটির খালা হালিমা জানান, ওই বাড়িতে কেউ থাকে না। সারাদিন দু’জনে ঘরের ভেতরে ছিল। বিকেলে টের পেলে রিফাতের স্বজনরা এসে রিফাতকে নিয়ে যায়। আর মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে আসে। এরপর মেয়েটি মা-বাবাকে সব জানালে তারা এসে থানায় অভিযোগ দায়ের করেন।

মেয়েটির নানা হাবিল মিয়া জানান, বিয়ের কথা বলে দিনভর তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। তাছাড়া রিফাতের মা-বাবা ও স্বজনরা দাপুটে হওয়ায় নির্যাতিতা মেয়েটির কথা কেউ আমলে নেয়নি। জটিলতা থেকে বাঁচতে সন্ধ্যার পর মেয়েটিকে রেখে এসেছে।

রিফাতের মা-বাবা জানান, ওসব কিছু না। ছেলে মেয়ে ওসব একটু করেই থাকে। তবে রিফাত পলাতক রয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই জেবুননেসা জানান, অভিযোগের পর নির্যাতিতা মাদরাসাছাত্রীকে মেডিক্যাল রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল