০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় দোকান খুলে দেয়ার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ, ডিসির কাছে স্বারকলিপি

বগুড়ায় দোকান খুলে দেয়ার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ, ডিসির কাছে স্বারকলিপি - নয়া দিগন্ত

স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বগুড়ায় লক ডাউনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডিসির কাছে স্বারকলিপি পেশ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের খান মার্কেট, নদীবাংলা মার্কেট, মেরিনা মার্কেট, গওহর প্লাজা, ইউনুস প্লাজা, আলিম ম্যানসন, ইসলাম মার্কেটসহ ইলেকট্রিক ব্যবসায়ীরা দোকান খোলা রাখার দাবিতে সাতমাথায় মিছিল করেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান।
সেখানে এক সমাবেশে তারা বলেন, আমরা গত বছরের লক ডাউন মানার কারণে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। তাই আমরা সমিতির সিদ্ধান্ত মোতাবেক করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই। এরপর জেলা প্রশাসকের গোপনীয় সহকারীর কাছে ব্যবসায়ীদের স্বাক্ষরিত দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তি, ব্যবসায়ী জহুরুল ইসলাম, হারুন অর রশিদ, আমিনুল ইসলাম সুমন, ফারহান তোহা, মতিউর রহমান, মো: সোহাগ প্রমুখ।


আরো সংবাদ



premium cement