২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মান্দায় ৬৭ বছরের স্বামীর হাতে ৫০ বছরের স্ত্রী খুন

-

নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় স্ত্রী নিলুফা ইয়াসমিন ডলিকে (৫০) পিটিয়ে হত্যা করেছেন মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (৬৭)।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান নিলুফা ইয়াসমিন।

মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের হাজী ময়েজ উদ্দিনের ছেলে।

নিহত ডলির বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ‘তার বাবা মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান মদ্যপ অবস্থায় প্রায়ই মাকে নির্যাতন করত। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মদপান করে বাড়ি ফিরে মাকে নির্যাতন শুরু করেন। এ সময় বাড়িতে এসে বাবার নির্যাতনের হাত থেকে মাকে রক্ষা করি। বাবা সদর দরজা বন্ধ করে দ্বিতীয় দফায় মাকে মারপিট শুরু করেন। নিরুপায় হয়ে বাড়ির অদুরে ডাকাতের মোড় থেকে ছোট ভাই মুসা কালিমুল্লাহকে ডেকে নিয়ে আসি।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি সদস্য অনিছুর রহমান ও গ্রামপুলিশ কলিম উদ্দিনকে জানিয়ে বাড়ি ফিরে দেখি মা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মাকে হত্যার চেষ্টা করেন বাবা জিল্লুর রহমান। এ সময় আমার চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় আমি ও মুসা মাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মা মারা যান।’

ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ অভিযোগ করে বলেন, ‘মাকে হত্যাচেষ্টার ঘটনায় ৪ মার্চ মান্দা থানায় বাবা জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ এখনো বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় আমাকেও হত্যাসহ সম্পত্তি থেকে বঞ্চিত ও বাড়িছাড়া করার হুমকি দেয়া হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, ‘মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আমার প্রতিবেশী। তিনি সবসময় নেশাগ্রস্থ অবস্থায় থেকে এলাকার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসবের প্রতিবাদ করায় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তার হুমকিতে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পান না।’

তিনি বলেন, ‘স্ত্রীকে নির্যাতন করা ছিল তার নিত্যদিনের কাজ।’

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন জানান, ‘নিহত নিলুফা ইয়াসমিনের ময়নাতদন্ত রামেক হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে গত ৪ মার্চ নিহতের ছেলে থানায় একটি অভিযোগ দিয়েছেন। নতুন করে এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল