২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


নাটোরে সড়ক দুর্ঘটনায় মায়ের পর ছেলের মৃত্যু

-

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা হেনা বেগমের পর আহত ছেলে হাবিবুর রহমান রুদ্র (১৭) মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুদ্র নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর হিজলি পাবনা পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে রুদ্র তার মা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে নাটোর শহর থেকে ফিরছিলেন। ছোট ভাই রিয়াদের চিকিৎসা শেষে বাগাতিপাড়ায় ফেরার পথে নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড়ে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা হেনা বেগম নিহত হন। এ ঘটনায় পাঁচ বছর বয়সী রিয়াদ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার বাইরে পড়ে গেলে তার কোনো ক্ষতি হয়নি। ওই দিন গুরুতর আহত অবস্থায় চালক রুদ্রকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো: তৌহিদুল হক ও বাগাতিপাড়ার দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু হাবিবুর রহমান রুদ্রের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement