১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাকি থাকা পরীক্ষা নেয়ার দাবি রাবি শিক্ষার্থীদের

বাকি থাকা পরীক্ষা নেয়ার দাবি রাবি শিক্ষার্থীদের -

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ওই সময়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান ছিল। কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকায় নানা সঙ্কট পড়ছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ফলে বাকি থাকা পরীক্ষাগুলো নেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর লিখিত আবেদন দেন তারা।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (সম্মান) পার্ট-৪-এর শিক্ষার্থী। গত পাঁচ মার্চ তারিখে আমাদের পরীক্ষা শুরু হয় যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ছিলো দুই এপ্রিল। কিন্তু আট মার্চ বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ায় সরকার গত ১৮ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন; যা এখনো চলমান। ফলে আমাদের পাঁচটি কোর্সের পরীক্ষা অসমাপ্ত থেকে যায়। ফলে আমাদের সনদপ্রাপ্তি দীর্ঘায়িত হচ্ছে অনিদিষ্ট কালের জন্য।

এতে আরো উল্লেখ করা হয়, পরীক্ষা অসমাপ্ত থাকার ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হওয়ার সম্ভবনা আছে বলে মনে করি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ১৩ তম জুডিশিয়ারি নিয়োগ পরীক্ষার মৌখিক অংশের সময়সূচি প্রকাশিত হয়েছে। পরে পরীক্ষা থেকে জানা যায় মৌখিক পরীক্ষার পরপর দ্রুত সময়ে পরবর্তী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

আমরা আশঙ্কা করছি, পরে বিচারক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবো না। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরিগুলোর বয়সসীমা সুনির্দিষ্ট হওয়ায় চাকরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও কমে যাচ্ছে।

আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম মিতু, রুবাইয়া এলিন সুধা, মাহমুদুল হাসান, ইমরান ভূঁইয়া, আব্দুল আলীম, মাসরুখ হোসাইন প্রমুখ।

শুধু আইন বিভাগ নয় বিশ্ববিদ্যালয়ের এমন অনেক বিভাগ আছে যাদের পরীক্ষা অসমাপ্ত রয়েছে। এতে একদিকে তারা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছেন না, অন্যদিকে রয়েছে সেশনজট আর চাকরির বাজারে পিছিয়ে পড়ার শঙ্কা। এসব কিছু নিয়ে দুশ্চিন্তায় দিন দিন হতাশা বাড়ছে তাদের। তাই দ্রুত বাকি পরীক্ষা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement

সকল