০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জয়পুরহাটে কথিত সন্ত্রাসী ও মাদক কারবারির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জয়পুরহাটে কথিত সন্ত্রাসী ও মাদক কারবারির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার -

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজের কাছ থেকে রুবেল হোসেন ডালিম নামের এক কথিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মাদক দ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ী অভ্যন্তরীণ গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজের কাছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামের ওই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে। নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদকদ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে।

তবে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৮টায় খাসপাহনন্দা মিশন এলাকার তার দোকান থেকে তাকে বেশ কয়েকজন এসে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সকালে খবর পায় তার লাশ হাসপাতাল মর্গে আছে।

এ ব্যাপারে পুলিশ সুপার সালাম কবির জানান, সে এলাকার মাদকের গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী ছিল। তাদের অভ্যন্তরীণ গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ফাঁকা গুলি করে ঘটনা নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ডালিমের মৃতদেহ ও বিদেশী পিস্তলসহ বেশ কিছু ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার

সকল