১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


অসুস্থ বড় ভাইকে দেখতে এসে গলাকেটে হত্যা!

- প্রতীকী ছবি

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে (৭৬) দেখতে এসে তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩১) জবাই করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

হত্যার পর ছুরি হাতে সাদ্দাম হোসেন পালানোর চেষ্টা করলে গ্রামাবাসী তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার রাতে ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় খাজামদ্দিনের স্ত্রী সাহেরা বেগম সামান্য আহত হলেও তার কাজের লোক মমতাজ উদ্দীন গুরুতর জখম হন। তাকে রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সোমবার রাতে অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে দেখার কথা বলে ক্ষেতলালের মালিপাড়া থেকে একই উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামে এসে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে ছোট ভাই সাদ্দাম হোসেন। পরে ওই বাড়ির কাজের লোক মমতাজ উদ্দীনের চিৎকারে তার ছেলের বউ বের হয়ে ঘরের মেঝেতে শ্বশুরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। ওই সময় সাদ্দাম হোসেন ছুরি হাতে পালানোর চেষ্টা করলে গ্রামাবাসী তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম হোসেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি তার বড়ভাইকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ইউএনবি।


আরো সংবাদ



premium cement
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে আগামীকাল বঙ্গোপসাগর এলাকায় শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের গোপনে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিলো স্পেন বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল