২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


বাগাতিপাড়ায় সাপের দংশনে শিশুর মৃত্যু

নিহত শিশু ইসমা খাতুনের মায়ের আহাজারি - নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে ইসমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন লোকমানপুরের চিথলিয়া গ্রামের কৃষক ইসলাম আলীর মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাবা-মা’র সাথে ছাপরা ঘরের শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে শিশু ইসমা খাতুন। গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে। সে সময় শিশুটি সাপ দেখে বাবা-মাকে জানালেও তারা অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে গুরুত্ব দেননি। পরে মেয়ের অবস্থা খারাপের দিকে গেলে ঘর খুঁজতে গিয়ে সাপ বের হতে দেখতে পান।

এরপর শনিবার সকাল পৌনে ছয়টার দিকে ইসমাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রাজশাহীকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই দিনে সকালে একই এলাকার প্রতাপপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী চায়না বেগমকে (৪৫) বিষধর গোখরা সাপে দংশন করে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি সবুজ সরকারের মা।

পারিবারিক সূত্র জানিয়েছে, সকাল ৯টার দিকে ঘরের ভেতরে রাখা টিনের বাক্সের নিচ থেকে তাকে গোখরা সাপ দংশন করে। এরপর দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল