১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

-

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কামরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানার রায় দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে । সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ দিয়ে তিনি জানান, ১৯৯৮ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুলের সাথে শহরের দিয়ারধানগড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে মুন্নি খাতুনের হয়। বিয়ের সময় কামরুলকে দুই লাখ টাকা যৌতুক দেন মেয়ের বাবা। পরবর্তীতে আরো তিন লাখ টাকা যৌতুক দাবি করে কামরুল। মেয়ের বাবা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করেন। এই বিষয় নিয়ে কামরুল মাঝে মধ্যেই স্ত্রী মুন্নির সাথে ঝগড়া করতো।

২০১২ সালের ১২ জুলাই রাতে যৌতুকের দাবিতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী মুন্নিকে পিটিয়ে হত্যা করে স্বামী কামরুল। পরের দিন মুন্নির বড় বোন পারুল বেগম কামরুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্তপূর্বক কামরুলকে গ্রেফতার করে আইনে সোপর্দ করে। দীঘ শুনানী শেষে দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার কামরুলকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।


আরো সংবাদ



premium cement
দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম ইরানি প্রেসিডেন্ট ওই হেলিকপ্টারে ছিলেন না! সফলতার সাথে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : মেয়র তাপস

সকল