০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


তুই প্রার্থী হইছস ক্যান- বলেই প্রার্থীকে স্বেচ্ছাসেবক লীগের পিটুনি

তুই প্রার্থী হইছস ক্যান- বলেই প্রার্থীকে স্বেচ্ছাসেবক লীগের পিটুনি - ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চুকে মারধর করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। এ ঘটনার সাথে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছেন ভিকটিম বাচ্চু । তবে কেউ গ্রেফতার হয়নি। এর আগেও বাচ্চুকে মারপিট করার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবকলীগের বিরুদ্ধে।

জানাগেছে, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চু প্রচারণা চালিয়ে আসছিলেন। বুধবার দুপুরে মাসুদুল হক বাচ্চু উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পৌছালে প্রথমে একদল দূর্বৃত্ত তাকে এসে বলে ‘‘তুই প্রার্থী হইছস ক্যান’’। এই নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারপিট শুরু করে। ঘটনাস্থলে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায় । পরে পুলিশ বিষয়টি বাচ্চুর কাছ থেকে বিস্তারিত জেনে নেয়।

এবিষয়ে আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চু জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ কারণেই আওয়ামী লীগের এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান ও তার লোকজন আমাকে প্রকাশ্যে মারপিট করে। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরো জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছা বাস্তবায়ন করতে চাইলে নির্বাচনের স্বার্থেই এই সব দুর্বৃত্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিৎ। তা না হলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। ভোটের স্বাভাবিক পরিবেশ থাকবে না।

এ ব্যাপারে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তাকে মারধর করেছে তা জানা নেই।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভায় বৃহস্পতিবার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, পূনঃনির্বাচিত সাধারন সম্পাদক মাহমুদুল আলম নয়ন, নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মানিক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিউল আজম কমল।

এসময় নবনির্বাচিত সহ-সভাপতি জি এম সজল, নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রানা ও এসএম কাওছার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জে এম রউফ, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য রেজাউল হাসান রানু, সাজেদুর রহমান সিজু, তোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন, মেহেরুল সুজনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রেসক্লাব ভবন নির্মাণ, সাংবাদিকদের সার্বিক কল্যাণসহ বগুড়াকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আহবান জানান।


আরো সংবাদ



premium cement
সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫

সকল