১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


স্বেচ্ছাসেবকলীগ নেতার চোখ ও কান কাটা লাশ উদ্ধার

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার - ছবি : সংগৃহীত

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন পুরাতন ইটভাটার একটি খাল থেকে নিখোঁজের দুই দিন পর বুধবার আসাদুল ইসলাম এরশাদ (৩৪) নামে স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এরশাদ মুলাডুলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। এরশাদ মুলাডুলির ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে।

এরশাদের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, এরশাদ রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত সোমবার রাত ৮টায় চাকরি শেষে বাড়ি ফিরেন। খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি দোকানে কয়েল কিনতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে কয়েল নিয়ে একটি ভ্যানচালকের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেন, আমি শেখপাড়া যাচ্ছি।

এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে এরশাদের ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় গত ১১ ডিসেম্বর একটি সাধারন ডায়েরি করেছেন। বুধবার দুপুরে তার লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এরশাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ ও কান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু জানান, এরশাদ নিখোঁজের ঘটনাটি আমি শুনেছিলাম। তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

ঈশ্বরদী থানার সাব ইন্সপেক্টর এসআই আশরাফুল ইসলাম জানান, মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন এলাকা থেকে আসাদুল ইসলাম এরশাদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার লাম উদ্ধার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম

সকল