১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


চলনবিলে অভিযানে বাঁশের বেড়া ও সুঁতিজাল উচ্ছেদ

৫ লক্ষাধিক টাকার জাল ও অবকাঠামো জব্দ
-

মৎস্য ভান্ডারখ্যাত সিংড়ার চলনবিলের আত্রাই নদী ঘেরা দুটি সুঁতিজালের অবকাঠামো ও দুটি বানার বাঁধ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার জাল ও অবকাঠামো জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দিনভর এই অভিযান পরিচালনা করেন।

সিংড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আত্রাই নদীসহ বিলের বিভিন্ন এলাকায় অবৈধ বানার বাঁধ ও সুঁতি দিয়ে অবাধে মাছ নিধন এবং চলনবিলের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলনবিলসহ আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে সিংড়া উপজেলা প্রশাসন। অভিযানে আত্রাই নদীর মহেশচন্দ্রপুর ও জোড়মল্লিকা এলাকার দুটি সুঁতিজালের অবকাঠামো উচ্ছেদ করা হয়। এছাড়াও কতুয়াবাড়ী ব্রিজসহ বিলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বানার বাঁধ ও মশারী জালের অবকাঠামো অপসারণ করা হয়। পরে আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী প্রমুখ।

এদিকে এই অভিযানকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।


আরো সংবাদ



premium cement
৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা নাইক্ষ‍্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী অস্ট্রেলিয়া ২০৪১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার চামড়া শিল্পকে বাঁচাতে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশমন্ত্রী প্রার্থিতা দিতে হাইকোর্টের আদেশ বাতিল, সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইতালিয়ান-থাইয়ের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ গাজীপুর বারের সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের নামে মামলা

সকল