১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


দৃষ্টিপাত : গ্যাসের মূল্যবৃদ্ধি ও হাহাকার

-

সরকার পুনরায় গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে, যা অযৌক্তিক ও অমানবিক। এ কারণে গ্যাস ব্যবহারকারী প্রতিটি নাগরিকের সংসারে মাথাপিছু মাসিক খরচ বাড়তে পারে তিন থেকে চার হাজার টাকা। মূলত যাতায়াত, সাংসারিক ব্যয়, বাজার খরচ ইত্যাদি থেকে শুরু করে প্রায় সব কিছুর খরচ এ গ্যাসের মূল্য বৃদ্ধিতে বেড়ে যাবে। তা ছাড়া, আমদানি ও রফতানির ব্যয় বাড়বে। দেশীয় শিল্প খাতে প্রায় ৩৮ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গরিব সিএনজি চালকরা এবার আরো ক্ষতির সম্মুখীন হবেন। পাঠাও ও উবার চালু হওয়ার পর এমনিতে তারা বেকায়দায়। তাদের জন্য গ্যাসের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। বারবার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করায় গরিব ও মধ্যবিত্ত পরিবারে দুর্দশা নেমে আসবে। গ্যাসের চুরি রোধ না করে সরকার আবাসিক ও শিল্পসহ সব শ্রেণীর গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম বাড়াল। আবাসিক রান্নাঘরে যাদের দুই চুলা আছে, তাদের দিতে হবে ৯৭৫ টাকা যা আগে ছিল ৮০০ টাকা। এমনিতে বিল দিয়েও মানুষ গ্যাস পায় না, তারপর এই বাজারে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে। আয়ভেদে গ্যাসের মূল্য বৃদ্ধির ভারসাম্য থাকা উচিত ছিল। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন ব্যয় বাড়বে এক শতাংশ। এতে শিল্পে সঙ্কট আরো বাড়বে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এবারে গ্যাসের দাম প্রায় ৩২ শতাংশ বাড়িয়ে গ্রাহকের কাছ থেকে বাড়তি আদায় করা হবে আট হাজার ১৬০ কোটি টাকা। বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
এবারের বাজেটে সঞ্চয়পত্রের ওপর উৎস কর পাঁচ শতাংশের জায়গায় ১০ শতাংশ করে সরকার নিজেকে জনবান্ধব দাবি করতে পারে না। গরিব মারার বাজেটে দেশের জনগণ ক্ষুব্ধ। বিত্তশালীদের কালো টাকা সাদা করার এবং অবৈধ স্বর্ণ বৈধ করা, ঋণখেলাপি বা ব্যাংক লুটেরাদের সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে সরকার নমনীয়, অথচ এবারের বাজেটে এক হাজার ৯৮২টি পণ্যের ওপর ভ্যাটের কার্যকারিতাই প্রমাণ করে, সরকার আজ কাদের? দেশে গ্যাস নিয়ে ‘পুকুর চুরি’ হচ্ছে। কম গ্যাস দিয়ে সরকার বেশি টাকা আদায় করছে। কলকারখানায় গ্যাসের চুরির কোনো সীমা নেই। গ্যাসের মূল্য বৃদ্ধিতে মূল্য বৃদ্ধির জাঁতাকালে পিষ্ট হতে হবে হতদরিদ্র পরিবারগুলোকে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে গ্যাসের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেবে, এটাই আশা করি।
মাহবুবউদ্দিন চৌধুরী, গণমাধ্যমকর্মী। ১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা


আরো সংবাদ



premium cement
১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আজাদ কাশ্মিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত, আহত ৯০ বাগাতিপাড়ায় ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু ভিসার অপেক্ষায় ১১ হাজার ১৬৭ হজযাত্রী বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন রাশিয়ায় সেতু ভেঙে নদীতে বাস, নিহত ৭ এসএসসি : পাসের হার যশোর বোর্ডে সর্বোচ্চ, সর্বনিম্ন সিলেটে এসএসসির ফলাফলে কেমন করলেন বাগাতিপাড়ার সেই ৩ নারী ইউপি সদস্য এসএসসি-সমমানের ফলাফলে চ্যাম্পিয়ন যশোর বোর্ড ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

সকল