১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


স্ম র ণ : শামসুদ্দীন মুহাম্মদ ইসহাক

-

চট্টগ্রামের কৃতী সন্তান ভাষাসৈনিক, শিাবিদ, ইসলামি গবেষক ও লেখক, প্রিন্সিপাল শামসুদ্দীন মুহাম্মদ ইসহাকের আজ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ২১ জুন সকাল ৬টায় চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্রজীবনেই তার মেধার বিকাশ ঘটেছিল। তিনি সব পরীায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতেন। তিনি সাংবাদিকতা করেছেন এবং ঐতিহাসিক ভাষা আন্দোলনের সূচনাকারী তমদ্দুন মজলিসের অন্যতম সংগঠক ছিলেন। প্রিন্সিপাল আবুল কাশেম ও ড. মুহম্মদ শহীদুল্লাহর খুবই প্রিয়ভাজন ছিলেন। তিনি চট্টগ্রাম বাংলা কলেজ ও শিশুবাগের প্রতিষ্ঠাতা। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইংরেজি বিষয়ের প্রধান পরীক ছিলেন দশ বছর। অধুনালুপ্ত ইংরেজি দৈনিক মর্নিং নিউজ ও পিপলস ভিউর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রৈমাসিক দি কেরিটেরিয়ান পত্রিকা প্রকাশ করেন একপর্যায়ে। চট্টগ্রামের প্রস্তাবিত আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ছিলেন তিনি। বন্দরনগরে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বপ্রেমিক আল্লামা জালালুদ্দীন রুমীর জীবন ইতিহাস লিখে আলোড়ন সৃষ্টি করেন। তিনি ইকরা নামে একটি শিশু প্রকাশনা প্রতিষ্ঠান চালু করে শিশুদের মনকে নাড়া দেন। তিনি অধুনালুপ্ত ও বিখ্যাত দৈনিক আজাদে খণ্ডকালীন চাকরিও করেছেন। নোয়াখালীর চৌমুহনী ডিগ্রি কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি বাণিজ্য কলেজ, সিটি কলেজ ও পটিয়া কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম শিক সমিতির সাধারণ সম্পাদক, মুসলিম এডুকেশন সোসাইটির সহসভাপতি এবং প্রাথমিক শিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন বিভিন্ন সময়ে। তিনি চট্টগ্রাম বেতারের ইংরেজিতে সম্প্রচারিত, সমসাময়িক বিষয়ের টকশোতে অংশ নিতেন। মরহুম ইসহাক ১৯৬৬ সালে বন্দরনগরীর রহমতগঞ্জে বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, বিশেষ করে দুস্থ মা ও বিয়েযোগ্য মেয়েদের সাহায্য প্রদান, মসজিদ-মাদরাসা ও এতিমখানায় অনুদানসহ মানবিক কাজগুলোতে তার উল্লেখযোগ্য অবদান ছিল। প্রিন্সিপাল শামসুদ্দীন মুহাম্মদ ইসহাক ১৯৫৩ সালে উম্মে সালমার সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন। পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক ছাত্র-ছাত্রী, বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গত বছরের এই দিনে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলে আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন।
কামরুল হুদা, সাংবাদিক


আরো সংবাদ



premium cement