২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব’

- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। আর সে দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এসব অসহায়দের পাশে দাঁড়ানের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’

তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ঢাকার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ থানা আয়োজিত এতিম ছাত্রদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রমজানের প্রকৃত শিক্ষায় হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন। এই মোবারক মাসেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কুরআন নাযিল করা হয়েছে। তাই মাহে রমজানে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে সকলকে আত্মগঠন ও তাজকিয়া অর্জনে মনোনিবেশ করতে হবে।’

তিনি রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কেরানীগঞ্জ থানার তেঘরিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা আবদুশ শাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম ও জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মো: ইলিয়াস, তেঘরিয়া ইউনিয়ন আমির মো: হানিফ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement