০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দেশে ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে : নজরুল ইসলাম

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান। - ছবি : নয়া দিগন্ত

গত কয়েক বছরে দেশে প্রায় ১৩ হাজার লোক নতুন কোটিপতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সরকার যখন বলে উন্নয়ন হয়েছে, সেটা ওদের কথা বলে। এই সময়ে আরো ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে। উন্নয়ন হয়েছে কিছু মানুষের।’

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘একজন বিশিষ্ট লোক বলেছিলেন- যে দেশের মানুষ কষ্টে রয়েছে ভূমিহীন, গৃহহীন এবং অসহায়; সেই দেশে বড় বড় দালান-কোঠা, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ; বড় বড় এসব উন্নয়ন হলো একটি গোরস্থানে আলোকসজ্জা করা।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গত কয়েক বছরে আমাদের দেশে প্রায় ১৩ হাজার লোক নতুন কোটিপতি হয়েছে। সরকার যখন বলে উন্নয়ন হয়েছে, সেটা ওদের কথা বলে। তাদের একজন ছাত্রনেতা দুই হাজার কোটি টাকার মালিক হয়। রিপোর্ট অনুযায়ী, এই সময়ে আরো ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে। উন্নয়ন হয়েছে কিছু মানুষের।’

অর্থপাচারকারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘আগে নিজের বাড়িতে থাকতেন, এখন থাকেন সেকেন্ড হোম মালয়েশিয়া-সিঙ্গাপুরে। এখন বেগমদের জন্য আলাদা পাড়া হয়ে গেছে। আগে থাকতেন গুলশান-১, গুলশান-২-এ। এখন মালয়েশিয়ায় হয়েছে একটি এলাকা, সেটা গুলশান-৩।’

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চাইতেন সকলের জন্য উন্নয়ন। কিছু লোকের উন্নয়নের কথা না ভেবে তিনি গ্রামে গ্রামে গিয়েছেন, কারখানায় গিয়েছেন, গরিব মানুষের বস্তিতে গিয়েছেন। প্রায় ১০ হাজার গ্রাম তিনি হেঁটেছেন এবং এর নাম দিয়েছেন জানার জন্য হাঁটা। আজকের বিএনপির এত জনসমর্থনের অন্যতম কারণ হচ্ছে জিয়াউর রহমানের গ্রামে গ্রামে হাঁটা। জিয়াউর রহমানের সাথে যাদের দেখা হয়েছে, হাত মিলিয়েছেন, তারা কেউ আমাদের ছেড়ে যাননি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল