২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহকে মিথ্যা মামলায় আটক, জামায়াতের প্রতিবাদ

অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহকে মিথ্যা মামলায় আটক, জামায়াতের প্রতিবাদ - ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহকে কারাগার থেকে বের হওয়ার আগ মুহূর্তে সাজানো মিথ্যা মামলায় আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহসহ ৯ জন নেতাকে এ সরকার গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। ২ ডিসেম্বর অধ্যক্ষ ইজ্জত উল্লাহ মহামান্য হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হন। আমরা আশা করেছিলাম উচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে দ্রুত মুক্তি দেয়া হবে। কিন্তু তার বের হওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের মুহূর্তে অন্য একটি মিথ্যা মামলায় সম্পুর্ণ অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়। এটা আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা প্রদর্শনের শামিল। আমরা সরকারের এই অন্যায়, অযৌক্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত

সকল