২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি ছাত্র-যুব অধিকার পরিষদের

গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি ছাত্র-যুব অধিকার পরিষদের - ছবি- সংগৃহীত

মোদিবিরোধী বিক্ষোভ থেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ঈদের নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিপি নুরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের দু’শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র, যুব শ্রমিক পরিষদের সমন্বয়ক নুরুলহক নুর বলেন, ‘ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদের কারণে আমাদের ৫১ জন সহযোদ্ধা এখনো কারাগারে। তারা কেউ ব্যাংক ডাকাত, লুটেরা বা ধর্ষক নয়। তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের কথা বলতে গিয়ে আজ জেলে।’

তিনি বলেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিং গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার। কিন্তু বর্তমান সরকার ভিন্ন মত ও বিরোধীদের থামিয়ে দিতে দমন-পীড়ন করছে। দেশের রাজনৈতিক দলগুলো সরকারের দমন-পীড়নে কোণঠাসা হলেও তরুণদের সংগঠন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ মানুষের অধিকারের কথা বলছে।

সরকারের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, ‘আমরা স্পষ্ট কথা বলতে চাই, আপনারা যতই মানুষের ওপর দমন-পীড়ন চালাবেন, মানুষ ততই প্রতিবাদী হয়ে উঠবে।’

এ সময় মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানান ভিপি নুর। অন্যথায় লকাডাউন উপেক্ষা করে রাজপথে নামার হুমকি দেন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুর।

এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের আরিফুল ইসলাম আদিব, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ইউক্রেনকে দ্রত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

সকল