০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হবে : প্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী - ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার শত বছরের পুরোনো নদীর গতিপথ ফিরিয়ে আনা। তারই ফলশ্রুতিতে সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হবে।’

তিনি শনিবার শেরপুরে ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন স্থানে পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নদী খননের মধ্য দিয়ে সারা দেশে নৌবাণিজ্য সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং কৃষি নির্ভর কার্যক্রম বৃদ্ধি করা হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নৌবাণিজ্যের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যাত্রী এবং মালামাল পরিবহন সহজ হবে।

‘করোনা মহামারি দেশকে পিছিয়ে রাখতে পারেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৪১ বিলিয়ন হয়েছে। দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। নদী খননের কারণে যদি জনগণের কোনো ক্ষতি হয় সরকার তার পাশে থাকবে। তিনগুণ ক্ষতিপূরণ দেয়া হবে,’ বলেন তিনি।

পুরাতন ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার নৌপথ খনন কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী খননের মাধ্যমে অত্র এলাকায় বিশেষ করে জামালপুর ও শেরপুর জেলার সাথে নৌপথে বিভিন্ন জেলাসহ প্রতিবেশী দেশের নৌবাণিজ্য বৃদ্ধি পাবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুস সামাদ।

উল্লেখ্য, পুরাতন ব্রহ্মপুত্র নদের শেরপুর অংশে ১৮ কিলোমিটার ড্রেজিং করা হবে। এ জন্য ব্যয় হবে ১৬৯ কোটি ২২ লাখ টাকা। প্রকল্পের কাজ অক্টোবরে শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের

সকল