০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিয়ের অনুষ্ঠান থেকে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা শাখার সেক্রেটারিসহ ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাময়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ইসলামী দল। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীগণ বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করে থাকেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মহেশখালী উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে উপজেলা সেক্রেটারিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। বিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে পুলিশ জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এ ধরনের সামাজিক অনুষ্ঠান থেকে জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক অনুষ্ঠানে যোগাযোগের মাধ্যমে যে সৌহার্দ্য সম্প্রীতি তৈরীর ঐতিহ্য রয়েছে বর্তমান সরকার তাও থাকতে দিবে না। সামাজিক অনুষ্ঠান থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করার ঘটনার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে

সকল