০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পুঠিয়ায় ২ হাজার হেক্টর জমিতে রসুন চাষ

পুঠিয়ায় ২ হাজার হেক্টর জমিতে রসুন চাষ - নয়া দিগন্ত

রাজশাহীর পুঠিয়ায় চলতি বছর রেকর্ড পরিমান জমিতে রসুনের চাষ করা হয়েছে। বাজারে ব্যাপক চাহিদা ও সন্তোষজনক দাম পাওয়ায় চাষিরা এই মৌসুমে রসুন চাষে আগ্রহ বেড়েছে। এদিকে অনুকুল আবহাওয়া বিরাজ করলে এবার এ অঞ্চলে রসুন উৎপাদনে বাম্পার ফলন হবে বলে আশা করছেন সেখানার চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ছয়টি ইউপি এলাকায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ৮০০ হেক্টর বেশী জমি। ধারণা করা হচ্ছে আবহাওয়া অনুকুলে থাকলে প্রায় ১৯ হাজার ২৫০ মে.টন রসুন উৎপাদন হওয়া সম্ভব।

সদর ইউনিয়নের তারাপুর বিলের রসুন চাষি হাসেম আলী বলেন, গত কয়েক বছর থেকে বৈরি আবহাওয়ার কারণে গম ও মসুরের জমিতে বিভিন্ন মোড়ক দেখা দিচ্ছে। যায় কারণে অধিংশ চাষীরা এখন রসুন চাষে ঝুঁকছেন। রসুনের জমিতে কিছু মড়ক থাকলেও বিভিন্ন বালাইনাশক ওষুধ ব্যবহার করে অনেক দমন করা সম্ভব।

তিনি আরো বলেন, গত বছর আমি এক বিঘা জমিতে রসুন চাষ করে ছিলাম। দামও ভালো পেয়েছিলাম। এবার বাজারে রসুনের ব্যাপক দাম ও চাহিদা থাকায় প্রায় আড়াই বিঘা জমিতে রসুন চাষ করেছি। এর মধ্যে প্রায় এক বিঘা জমিতে কাঁদামাটিতে রোপন করেছি। বর্তমানে রসুনের যে অবস্থা তাতে বিগত বছরের চেয়ে বেশি ফলন পাব।

জিউপাড়া এলাকার অপর রসুন চাষি আবু তালেব বলেন, এ বছর অতিরিক্তি বর্ষার কারণে অনেকেই জমিতে চৈতালী ফসল বপন করতে পারেনি। অপরদিকে এ বছর রসুনের ভালো দাম পাওয়ায় বেশীর ভাগ চাষিরা কাদাযুক্ত জমিতে রসুন রোপন করেছেন।

এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে সময়মত কিছু জমিতে রবি শস্য বপন করা যায়নি। তার ওপর এবার চাষিরা ভালো দাম পাওয়ায় অনেকেই রসুন চাষে বেশী আগ্রহ দেখাচ্ছেন। এবার উপজেলায় রেকর্ড পরিমান জমিতে রসুন চাষ করা হয়েছে। চাষিরা সময়মত রসুনে তদারকি করতে পারলে এবং আবহাওয়া অনুকুল থাকলে এবার রসুনের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা আছে।


আরো সংবাদ



premium cement
তিন বছর পর কারামুক্ত হলেন মামুনুল হক গাজীপুরে গার্মেন্ট শ্রমিক নেতার গ্যাংয়ের হামলায় ১০ জন আহত কলা পাকাতে ঢোকানো হয় বিষাক্ত কেমিক্যাল চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে হবে : চবি ভিসি চট্টগ্রামে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ৭ লাখ ৮৫ হাজার প্রবাসীদের সমস্যা আমি জানি ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গুলশান শহীদ তাজউদ্দীন স্মৃতি মাঠ ও পার্ক রক্ষায় সমাবেশ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট অনুষ্ঠিত তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা

সকল