০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ঈদে ঘ‌রে ফেরার আগে রক্ত পরীক্ষার পরামর্শ সেতুমন্ত্রীর

ঈদে ঘ‌রে ফেরার আগে রক্ত পরীক্ষার পরামর্শ সেতুমন্ত্রীর - ছবি : সংগৃহীত

ঈদে ঘ‌রে ফেরার সময় সবাই‌কে সতর্ক থাক‌তে হ‌বে। আর যা‌দের জ্বর আছে তা‌দের রক্ত পরীক্ষা ক‌রে দে‌শে ফেরার জন্য পরামর্শ দি‌য়ে‌ছেন বাংলা‌দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

বৃহস্প‌তিবার দুপু‌রে ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে বাংলা‌দেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপক‌মি‌টি আ‌য়ো‌জিত শেখ ফ‌জিলাতু‌ন্নেসা ম‌জি‌বের জন্ম‌দিন উপল‌ক্ষে অসহায় ও দুস্থ‌দের ম‌ধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌বে তি‌নি এ পরামর্শ দেন।

‌তি‌নি ব‌লেন, শুধু সমা‌লোচনা করে দা‌য়িত্ব পালন হয়না। ডেঙ্গু ও এডিস মশা রো‌ধে বিএন‌পির কোন কার্যকর ভূ‌মিকা নেই। বি‌রোধী দল হি‌সে‌বে আপনা‌দেরও ভূ‌মিকা থাকা দরকার। কাদের বলেন, আমি আপনা‌দের বল‌বো সব সময় রাজনী‌তি করা ঠিক নয়। আসুন আমরা রাজনী‌তি না ক‌রে সম‌ন্বিতভা‌বে মানু‌ষের জন্য কাজ ক‌রি।

প্রধানমন্ত্রী দে‌শে ফি‌রে‌ছেন জা‌নি‌য়ে ‌সেতুমন্ত্রী ব‌লেন, তি‌নি বঙ্গভব‌নে এসে প্রথ‌মেই ডেঙ্গুর কি অবস্থা তার খোঁজ নি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রী ব‌লেছেন আর কোন কাজ নয় ট‌খেন একটাই কাজ সে‌টি হ‌চ্ছে ডেঙ্গু‌কে প্র‌তি‌রোধ জর‌তে হ‌বে। প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা ম‌তো সবাই‌কে প‌রিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলা‌দেশ কর‌তে সম‌ন্বিতভা‌বে কাজ করার আহ্বান জানান।

বি‌শেষজ্ঞ চি‌কিৎসক‌দের সমন্ব‌য়ে ম‌নিট‌রিং সেল গঠন করা হ‌য়েছে জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‌ডেঙ্গু রো‌ধে বিএন‌পি কোন দা‌য়িত্বশীল ভূ‌মিকা পালন ক‌রে‌নি। তারা শুধু সমা‌লোচনায় ব্যস্ত। বি‌রোধী দল হি‌সে‌বে তারাও ডেঙ্গু প্র‌তি‌রো‌ধে তারা দা‌য়িত্বশীল ভূ‌মিকা রাখ‌তে পার‌তো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

অনুষ্ঠা‌নে ত্রাণও সমাজ কল্যাণ উপ ক‌মি‌টির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মু‌ন্সির সভাপ‌তি‌ত্বে ক‌মি‌টির সদস্য সচীব সু‌জিত রায় ন‌ন্দির সঞ্চালনায় বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতরা উপ‌স্থিত ছি‌লেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল