১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আদালতে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা : হানিফ

আওয়ামী লীগ
কুমিল্লার আদালতে খুনের ব্যাপারটিকে বিচ্ছিন্ন ঘটনা বললেন হানিফ - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার আদালতে এক আসামি কর্তৃক অপর আসামি খুন হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি এ ঘটনায় সরকারকে পদত্যাগ করতে বিএনপির দাবিরও সমালোচনা করেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আদালতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ বিএনপির এক নেতা ব্রিফিং করেছেন। তিনি সরকারের পদত্যাগ দাবি করেছেন। আমি বলি, তারা মামাতো-ফুফাতে ভাই। আবেগের বশে একটা দুর্ঘটনা হয়ে গেছে। কিন্তু বিএনপি নেতারা কোন মুখে সরকারের ব্যর্থতার কথা বলেন। কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখেন। অতীত দেখার চেষ্টা করেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপির লজ্জা হওয়া উচিত। ২০০৮ সালের নির্বাচনে জনগণ আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। তাতেও আপনাদের শিক্ষা হয়নি। দেশের জনগণকে আপনারা বারবার আঘাত করেছেন। ২০০৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য আপনারা আবার জনগণের উপর আঘাত করেছেন। আন্দোলনের নামে তাণ্ডবলীলা চালিয়েছেন।’

হানিফ বলেন, ‘দেশে যখন আপনারা ক্ষমতায় ছিলেন, ঝালকাঠিতে দুইজন বিচারককে বোমা হামলা চালিয়ে হত্যা করেছেন। গাজীপুরেও ১২ আইনজীবীকে বোমা মেরে হত্যা করেছেন। একজন বিদেশি রাষ্ট্রদূতকেও আপনারা নিরাপত্তা দিতে পারেননি।’

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলের পর তাকে বিদায় নিতে হয়েছে। তার বিদায় নেয়াটা স্বাভাবিকভাবে হয়নি’, মন্তব্য হানিফের।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিল বিএনপি। সময় শেষ হলে তখন তারা চক্রান্ত শুরু করেন। ক্ষমতা ছাড়তে চাননি তারা। আজকে তারা কথায় কথায় দাবি তুলেন আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সেই সুযোগ তো বানচাল করেছেন তারাই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমীন, শাহে আলম মুরাদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল