২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


নিউজিল্যান্ড বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত : আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সারা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ভালবাসা দিয়ে সন্ত্রাসের জবাব দিয়েছেন। পবিত্র স্থান মসজিদের ভেতরে সেজদারত অবস্থায় মুসুল্লিদের গুলি করে হত্যা করার মতো এমন বর্বর ঘটনা খুব কমই হয়েছে। এই হত্যাকাণ্ডটি আবার ফেসবুকের লাইভে প্রচার করা হয়েছে। এর চেয়ে নিন্দনীয় কাজ আর কি হতে পারে?

তিনি বলেন, এতকিছুর পরেও সেদেশের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা বিশ্ববাসীর কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় তিনি এ কথা বলেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সন্ত্রাসের জবাব তার ভালবাসা দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার এই উজ্জ্বল কাজের জন্য নোবেল পুরস্কার পাওয়ার অধিকার রাখেন বলেও তিনি মন্তব্য করেন।


আরো সংবাদ



premium cement