১৭ জুন ২০২৪
`

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ বাসভবনে অবরুদ্ধ

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ বাসভবনে অবরুদ্ধ - সংগৃহীত

নিজ বাসভবনে দু’দিন যাবত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ। তিনি বুধবার অভিযোগ করেছেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামীলীগ সন্ত্রাসীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে।

তিনি বলেছেন, এ ঘটনায় আমি রির্টানিং অফিসাররে ভূমিকায় হতবাক হয়েছি। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান আমাকে কথা দিয়েছিলেন পুলিশ সুপারের সাথে আলোচনা করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। গত দু’দিনে তিনি কার্যকরী কোন পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহন করেননি।

তিনি প্রশাসন ও রিটানিং অফিসারের কাছে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চাঁদপুরের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ থেকে দ্রুত বেরিয়ে আসবেন। সেই সাথে দেশবাসীর কাঙ্খিত ভোটদানের অধিকার প্রতিষ্ঠিত করবেন।


আরো সংবাদ



premium cement