১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


আসন সমঝোতা করতে আওয়ামী লীগ ও বিকল্পধারার বৈঠক

আসন সমঝোতা করতে আওয়ামী লীগ ও বিকল্পধারার বৈঠক - সংগৃহীত

জোটগতভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ ও বিকল্পধারা বাংলাদেশ।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা অংশ নেন। এছাড়াও বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর একটার দিকে বিকল্পধারার এই দুই নেতা ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। প্রায় একঘণ্টার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পদকের সাথে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে মাহী বি চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগতভাবেও অসম্ভব নয়-এতটুকু বলবো। আনুষ্ঠানিক প্রক্রিয়ার আগে এ বিষয় নিয়ে কিছু বলা যাবে না। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
নাকাবা দিবস : আরো বড় বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা নাকাবা দিবস : আরো বড় বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খোঁজার ওপর মোমেনের গুরুত্বারোপ প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত পণ্য আমদানি করতে পারবে ডোনাল্ড লু-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ‘ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

সকল