২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


এক সাপের দাম দুই কোটি টাকা!

এক সাপের দাম দুই কোটি টাকা! - ছবি : সংগ্রহ

‘এই সাপ জ্যান্ত’। জ্যান্ত তো বটেই– একটি সাপের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপের বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ রুপি (১ কোটি ৯৩ লাখ টাকা)।

চীনে পাচারের আগে ঝাড়খন্ডের বোকারো পুলিশের জালে ২ পাচারকারী ধরা পড়ে। পুলিশ জানিয়েছে– ধৃতদের নাম সুনীল পাসোয়ান ও মোহাম্মদ শাহাবুদ্দিন।
বন দফতরের আধিকারিক সুরেন্দ্র ভগত সংবাদমাধ্যমকে জানান, ‘এই ধরনের সাপ মূলত পাওয়া যায় মহারাষ্ট্রে। পাচারকারীরা সেখান থেকেই সাপ নিয়ে এসে আন্তর্জাতিক বাজারে পাচার করে। প্রধানত নেপাল হয়ে চীনে পাচার করা হয় বহুমূল্য এই বিরলপ্রজাতির সাপ।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তাদের সঙ্গে কতজন জড়িত রয়েছে।


আরো সংবাদ



premium cement