০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন স্বাধীন সাংবাদিকতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর’

ডা. জাফরুল্লাহ চৌধুরী। - ছবি : সংগৃহীত ও ফাইল ফটো

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য মুক্তকণ্ঠ ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর।’

বুধবার (১২ এপ্রিল) মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘বিএফইউজে এবং ডিইউজে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতি গণমাধ্যমকর্মীদের সাহস ও প্রেরণা যুগিয়েছে। করোনার সময় তিনি বিপন্ন মানুষের সেবায় যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, জাতি শ্রদ্ধার সাথে তা স্মরণ রাখবে।’

তারা আরো বলেন, ‘তিনি বিভিন্ন সময় জাতির ক্রান্তিকালে কান্ডারি হয়ে পথ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা তার অন্যতম কীর্তি হয়ে আছে। এছাড়া ওষুধ নীতি প্রণয়নেও তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
রাজস্থানেও ‘শূন্য’ বামেরা উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে : প্রধানমন্ত্রী ভারতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ২ জন নিহত, ১৪৪ ধারা জারি বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ’লীগ উদ্বিগ্ন নয় : কাদের ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার সিরাজগঞ্জে শ্বশুরের মনোনয়নপত্র বৈধ, জামাতার বাতিল জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষেধ হলফনামায় বাৎসরিক আয় কতো টাকা উল্লেখ করেছেন সাকিব উজিরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৫,৫২৩ ফিলিস্তিনি নিহত

সকল