০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলকদ ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গবিরোধী অনুভূতির’ বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ট্রাম্পের

-

যুক্তরাষ্ট্রে তথাকথিত ‘শ্বেতাঙ্গবিরোধী অনুভূতির’ বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই ও মার্কিন জীবনে বৈচিত্র্য জোরদার করার জন্য তৈরি করা সরকারি ও করপোরেট কর্মসূচিগুলো যারা বাতিল করতে চায় ট্রাম্পের সেই মিত্ররা উজ্জীবিত হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের প্রার্থী হওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের কিছু উচ্চপর্যায়ের সমর্থক বলেছেন, শ্রেণীকক্ষে, কর্মক্ষেত্রে এবং দাতব্য প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন বর্ণের মানুষদের সুরক্ষার নীতিগুলো শ্বেতাঙ্গদের অধিকার রক্ষার জন্যও প্রযোজ্য হওয়া উচিত।
মঙ্গলবার টাইমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এই দেশে স্পষ্ট শ্বেতাঙ্গবিরোধী একটি অনুভূতি আছে। খোলাখুলি বলছি, আমার মনে হয় না এটি নিয়ে কাজ করা কঠিন হবে। কিন্তু আমার মনে হয়, বর্তমানের আইনগুলো খুব অন্যায্য।’
কিন্তু ট্রাম্পের প্রচারণা ওয়েবসাইটে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আর তার কিছু মিত্র ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়ে হোয়াইট হাউজে ফিরলে কী করতে হবে তার বিস্তারিত সুপারিশ তুলে ধরছেন। ট্রাম্পের একটি প্রস্তাব হচ্ছে, বিভিন্ন বর্ণের মানুষ, এলজিবিটিকিউ আমেরিকান এবং গ্রামীণ আমেরিকানরাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো ফেডারেল সংস্থাগুলো কর্মসূচিতে পর্যাপ্তভাবে অংশগ্রহণ করতে পারছে কি না তা মূল্যায়ন করে দেখতে বাইডেনের দেয়া নির্বাহী আদেশ উল্টে দেয়া। নির্বাচনী প্রচারণা সমাবেশগুলোতে ট্রাম্প সমালোচনামূলক জাতি তত্ত্ব শিক্ষা দেয়া স্কুলগুলো থেকে তহবিল প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্পের এক প্রচারণা পরামর্শক লিন প্যাটন এক সাক্ষাৎকারে রক্ষণশীল আন্দোলনকারী ও সাংবাদিক লরা লুমারকে বলেছেন, তিনি প্রত্যাশা করেন ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যে স্কুল, কোম্পানি ও দাতব্য প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির অধীনে নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করেছে সেগুলোকে ফেডারেল তহবিল দেয়া বন্ধ করবে হোয়াইট হাউজ।


আরো সংবাদ



premium cement
কিশোর গ্যাংয়ের উত্থান ঠেকাতে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির গাজার হাসপাতাল নিয়ে যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় সাহায্য পৌঁছার শেষ পথটিও নিয়ন্ত্রণে নিলো ইসরাইল ‘এই সরকার দেশপ্রেমিক নয় বর্গী, তাই টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে’ মেহেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু জাতিসঙ্ঘ আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে চিলি ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নে যারা সহায়তা করবে বাংলাদেশ তাদের সাথেই কাজ করবে : প্রধানমন্ত্রী বাকেরগঞ্জে গাজাসহ গ্রেফতার ২ নারী দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সংযমের ‘সীমা’ সম্পর্কে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তাড়াশে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সকল