০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মিয়ানমারে গুলিবিদ্ধ জান্তা-সমর্থক গায়িকার মৃত্যু

-

মিয়ানমারে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা লিলি নাইং কিয়াও মারা গেছেন। সপ্তাহখানেক আগে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। ক্ষমতাসীন জান্তা সরকারের সাথে সখ্যের কারণে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার লিলিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনাকে দেশটির সরকার সমর্থক সেলিব্রিটিদের জন্য আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে।
২০২১ সালে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে অং সান সু চিসহ শীর্ষ সব নেতাই বন্দিজীবন কাটাচ্ছেন। এ ঘটনায় সৃষ্ট বিক্ষোভে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। ৫৮ বছর বয়সী লিলি শীর্ষ জান্তা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তাকে প্রায়ই তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হতো। এ গায়িকাকে হত্যার অভিযোগে এরই মধ্যে দু’জনকে আটক করা হয়েছে।
আটকরা সেনাবাহিনী বিরোধী একটি শহুরে সশস্ত্র গ্রুপের কর্মী বলে জানা গেছে। তারা গুলির স্বীকারোক্তি দিয়েছে বলেও জানানো হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে তাদের একজনের দুই আত্মীয়কে হত্যা করা হয়েছে। হাইপ্রোফাইল সরকার সমর্থকদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা লিলি নাইং কিয়াও।


আরো সংবাদ



premium cement