২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

সন্ত্রাসবাদকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে সরকার : ইমরান

-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটির বর্তমান জোট সরকার সাম্প্রতিক সন্ত্রাসবাদকে ‘রাজনৈতিক সুবিধা’র জন্য ব্যবহার করছে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ কথা বলেন ইমরান খান। তিনি বলেছেন, তার সরকারের আমলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান সরকারের সময় এটা বেড়ে গেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেন, ‘সন্ত্রাসী ঘটনার ধারাবাহিক চিত্র দেখুন। পিটিআই সরকারের সময় এটা কতটা কমে গেছে, তা দেখুন। কেন্দ্রীয় সরকারে যখন পিটিআই ছিল, তখন সন্ত্রাসী ঘটনা কেন কম ঘটেছে?’ গত সোমবার জোহরের নামাজের সময় পাকিস্তানের পেশোয়ারে আঞ্চলিক পুলিশ সদর দফতরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত হন ১০০ জনের বেশি মুসল্লি।
পেশোয়ারের হামলার পর গত শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বৈঠকে অংশ নিতে শাহবাজ শরিফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানান। আগামী মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা। ইমরান খানের দেয়া ভাষণে বাড়তে থাকা সন্ত্রাসী ঘটনা রোধে শাহবাজ শরিফ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।
পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেন, প্রদেশ সরকার সন্ত্রাসবিরোধী কাজে বরাদ্দ অর্থ ঠিকমতো ব্যয় করছে না। শাহবাজের এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন ইমরান খান।


আরো সংবাদ



premium cement
অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ‘ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার পর হাত-পা বেঁধে ফেলেছি’ নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না : ডিবিপ্রধান হারুন সিলেটে আজ কারফিউ শিথিল ১২ ঘণ্টা কোটা আন্দোলন : পূর্ব রেলের ক্ষতি ২২ কোটি টাকা সাগরে লঘুচাপ, ৬০ কিমি বেড়ে ঝড়ের আভাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্যারিস অলিম্পিক্স : গণহত্যা চালানো নদীতে লাল গোলাপ দিলো আলজেরিয়া মার্কিন নির্বাচনের আগেই ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে! পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

সকল