২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

ইন্দোনেশিয়ায় থানায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২

-

ইন্দোনেশিয়ার বান্দুং শহরের একটি থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির নতুন ফৌজদারি আইন নিয়ে ক্ষুব্ধ এক সন্দেহভাজন ব্যক্তি থানায় ঢুকে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছে। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জনসংযোগ ব্যুরোর প্রধান আহমদ রমাদান বলেছেন, বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ঘটনা তদন্তে কর্তৃপক্ষগুলো সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে তিনি।
ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী এজেন্সি বিএনপিটির ইবনু সুহেন্দ্রা মেট্রো টিভিকে বলেছেন, আইএসের মাধ্যমে অনুপ্রাণিত জামায়া আনসারুত দৌলা (জেএডি) এ হামলার পেছনে থাকতে পারে। তিনি জানান, এর আগেও জেএডি ইন্দোনেশিয়ায় একই ধরনের হামলা চালিয়েছিল।
পশ্চিম জাভা প্রদেশের পুলিশ প্রধান সুনতানা মেট্রো টিভিকে বলেন, ঘটনাস্থলে নীল রঙের একটি মোটরবাইক পাওয়া গেছে, হামলাকারী এটি ব্যবহার করেছে বলে ধারণা কর্তৃপক্ষের; মোটরবাইকটির বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি আরো জানান, ওই মোটরবাইকে একটি নোট পাওয়া গেছে, তাতে গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টে অনুমোদন পাওয়া নতুন ফৌজদারি আইন প্রত্যাখ্যানের বার্তা দেয়া হয়েছে।
সুনতানা বলেন, ‘মোটরবাইকটিতে একটা নোট ছিল, তাতে ফৌজদারি আইনটিকে নাস্তিকদের পণ্য বলা হয়েছে আর এটির বাস্তবায়নকারীদের নির্মূলের ডাক দেয়া হয়েছে।’ সুলতানা জানিয়েছেন, হামলাকারী দু’টি বোমা নিয়ে ঘটনাস্থলে এসেছিল; কিন্তু শুধু একটি ফাটানোর সময় পেয়েছে। মেট্রো টিভির ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পুলিশ ভবনটির কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে আছে আর বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে।


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজুসহ গ্রেফতার ১৭ ঢাকায় গুলিবিদ্ধ শিবলুর লাশ ফেনীতে দাফন দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা : প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ‘ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার পর হাত-পা বেঁধে ফেলেছি’

সকল