২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভেনিজুয়েলায় ইরান চীন ও রাশিয়ার যৌথ মহড়া শুরু হচ্ছে

-

ভেনিজুয়েলায় গতকাল শনিবার থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’। আমেরিকার সাউথ কমান্ডের সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক এক দিন পর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার ড্রোন ও স্নাইপার ফোর্স রাশিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করবে। আর এ মহড়া অনুষ্ঠিত হবে ‘আমেরিকার নির্জন উঠান’ হিসেবে পরিচিত ল্যাতিন আমেরিকার একটি দেশে।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় এই বিশাল সামরিক মহড়ায় ৩৭ দেশের ২৭০টি সেনাদল অংশ নেবে। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ভারত, কাজাকিস্তান ও উজবেকিস্তান।


আরো সংবাদ



premium cement