০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


উত্তর কোরীয় হ্যাকাররা গত বছর ৪০ কোটি ডলার হাতিয়েছে

-

ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলোয় কমপক্ষে সাতটি হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। গত বছর এসব সাইবার হামলা চালিয়ে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের ভার্চুয়াল মুদ্রা হাতিয়ে নিয়েছে তারা।
ব্লকচেইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান চেইনালাইসিস এসব তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, পূর্ববর্তী বছরের তুলনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের জন্য এটি একটি সফল বছর। বিনিয়োগকারী ও মুদ্রাবিনিময় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছিল হ্যাকাররা।
কিন্তু এসব সাইবার হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া। তবে চেইনালাইসিসের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকারদের সাথে সম্পর্ক রয়েছে, এমন হ্যাকিংয়ের ঘটনা ২০২০ সালে ঘটেছিল চারটি। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে সাত। অর্থের মূল্যে এই হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। যেসব অ্যাকাউন্টকে হ্যাকারদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলোতে ম্যালওয়্যার, বিভিন্ন লিংক পাঠিয়ে, লোভ দেখিয়ে ফাঁদে ফেলে তারা। এরপর সেসব অ্যাকাউন্টে ঢুকে অর্থ উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement