১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


টুইটারে ট্রাম্পকে নিষিদ্ধের পর ভুয়া তথ্য কমেছে

-

বিভিন্ন সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র-সহযোগীদের নিষিদ্ধ করার পর নির্বাচনে জালিয়াতি নিয়ে অনলাইনে ভুয়া তথ্যের পরিমাণ নাটকীয়ভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ফার্ম এই তথ্য জানিয়েছে।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক জিগন্যাল ল্যাবস নামের গবেষণা ফার্ম বলেছে, ওই নিষেধাজ্ঞার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি নিয়ে অনলাইনে ভুয়া তথ্য ৭৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে উগ্র সমর্থকদের সহিংস হামলার পর টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ট্রাম্প ও তার সহযোগীদের নিষিদ্ধ করে। ট্রাম্প ও সহযোগীরা যাতে আরো সহিংসতায় উসকানি দিতে না পারেন, সে জন্য টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম সাময়িক-স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেয়।


আরো সংবাদ



premium cement