২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সির্তে দখলমুক্ত করতে অভিযান শুরু লিবীয় সেনাবাহিনীর

বনি ওয়ালিদ শহর থেকে পিছু হটেছে হাফতার বাহিনী
-

বিদ্রোহী সেনাকমান্ডার খলিফা হাফতার বাহিনীর হাত থেকে লিবিয়ার আল ওয়াশাকা, আবু হাদী, সির্তে ও আল জুফরাসহ দেশটির উপকূলের বিভিন্ন শহরকে মুক্ত করার জন্য একটি অভিযান শুরু করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐকমত্যের লিবীয় সরকারের সেনাবাহিনী। গতকাল শনিবার সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ কানুনু এ খবর জানিয়েছেন। কানুনু টুইটারে জানিয়েছেন, ‘লিবিয়ার সেনাবাহিনী দেশটির নাগরিকদের জীবনকে ক্ষতির মধ্যে ফেলা অবৈধ গোষ্ঠীগুলোর তৎপরতা নস্যাৎ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
গত শুক্রবার লিবিয়ার সেনাবাহিনী শহরটির কেন্দ্রে অভিযান পরিচালনার পরপরই তারহুনাকে হাফতার বাহিনীর হাত থেকে দখল মুক্ত করে। এ অভিযানের বিপরীতে হাফতার মিলিশিয়ারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। এই শহরই ছিল রাজধানী ত্রিপোলিতে হামলার জন্য মিলিশিয়াদের প্রধান ঘাঁটি। রাজধানীর দক্ষিণ শহরতলিতে তাদের অবশিষ্ট অবস্থান থেকে এই সপ্তাহে হাফতার বাহিনী অবশেষে তাদের অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ দিকে লিবিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল খলিফা হাফতারের মিলিশিয়ারা লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বের বনি ওয়ালিদ শহর থেকে পিছু হটেছে। নগরীর মেয়র সেলিম নেভির গত শুক্রবার আনাদোলু এজেন্সির এক সাংবাদিকের সাথে ফোনালাপে নিশ্চিত করেছেন যে, মিলিশিয়ারা বনি ওয়ালিদ ছেড়ে গেছে এবং লিবিয়ার সরকারি বাহিনী নগরীর বিমানবন্দরে প্রবেশ করেছে। অন্য দিকে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা মোহাম্মদ আল শরীফ স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, থহাফতার মিলিশিয়ারা দেশটির কেন্দ্রস্থল কুফরা জেলার দিকে তাদের বাহিনীকে প্রত্যাহার করে নিয়েছে। এর আগে, বিদ্রোহী জেনারেল হাফতার বাহিনীকে উৎখাত করে রাজধানী ত্রিপোলি দখলে নেয়ার ঘোষণা দেয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐকমত্যের লিবীয় সরকার। সরকারি বাহিনী বলছে, পশ্চিমা নিয়ন্ত্রিত হাফতার বাহিনীর হাতে এক বছরের বেশি সময় অবরুদ্ধ থাকা ত্রিপলি পুরোপুরি দখলে নেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়

সকল