১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


হায়দ্রাবাদে ধর্ষণে অভিযুক্তদের হত্যার ঘটনায় তদন্তের নির্দেশ

-

ভারতের হায়দ্রাবাদে ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তি পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। গত সপ্তাহে ২৬ বছরের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে এই চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৭ নভেম্বর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে পাওয়া যায় ২৭ বছর বয়সী এক নারী পশু চিকিৎসকের পুড়ে যাওয়া লাশ। তদন্ত শেষে পুলিশ জানায়, চার ব্যক্তি ধর্ষণ করেছে ওই চিকিৎসককে। এরপর খুন করে পেট্রল-ডিজেল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে লাশ। ২৯ নভেম্বর অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) পুলিশ জানায় ‘তদন্তের স্বার্থে’ ওই নারীর লাশ যেখান থেকে উদ্ধার করা হয় সেখানে সকালে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল সাদনগর মহাসড়কে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ নিহত হয় আসামিরা।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকার, বোম্বে হাইকোর্টের বিচারপতি রেখা প্রকাশ সুন্দর ও সাবেক সিবিআই পরিচালক ডিআর কার্তিকেয়ান। আগামী ছয় মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ঘটনায় অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ তদন্ত করতে পারবে না। এর ফলে তেলেঙ্গানা সরকারের গঠিত আট সদস্যের কমিটি ও জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না।

 

 


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল