১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


কৃষ্ণসাগর তলায় পাওয়া গেল আড়াই হাজার বছরের পুরনো অক্ষত জাহাজ

-

কৃষ্ণসাগরের তলদেশে প্রায় আড়াই হাজার বছরের পুরনো একটি অক্ষত জাহাজের সন্ধান পেয়েছেন প্রতœতত্ত্ববিদরা। ২৩ মিটার (৭৫ ফুট) লম্বা জাহাজটি এ দীর্ঘসময় ধরে এভাবেই পড়ে আছে। ৫০০ খ্রিষ্টপূর্বে নির্মিত এই জাহাজ গ্রিক ও রোমান শাসনামলে চলাচল করত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এটি এমনভাবে সংরক্ষিত আছে, যেন মাত্র গতকালই তা ডুবেছে। এর আগে প্রাপ্ত প্রাচীনতম জাহাজটি ২০০ খ্রিষ্টাব্দে নির্মিত।
গবেষকেরা মনে করছেন, জাহাজটি প্রাচীন গ্রিসের হতে পারে। তারা জাহাজটির মাস্তুল, হাল, দাড় সবগুলো জিনিসই যথাস্থানে পেয়েছেন। জাহাজটির অবস্থান ছিল পানির ওপরের স্তর থেকে মাত্র এক মাইল নিচে। ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগরে অক্সিজেন না থাকায় জাহাজটি এত সুন্দরভাবে টিকে রয়েছে। জাহাজটির সন্ধান পাওয়া দল ব্ল্যাক সি ম্যারিটাইম আর্কিওলোজি প্রজেক্টের প্রধান তদন্ত কর্মকর্তা অধ্যাপক জন অ্যাডামস বলেন, পানির স্তর থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে একটি জাহাজ অক্ষত অবস্থায় পড়ে আছে সেই প্রাচীন আমল থেকে, এটি বিশ্বাস করাই অসম্ভব একটি ব্যাপার। এ আবিষ্কার প্রাচীনকালে জাহাজ নির্মাণ ও সাগর ভ্রমণ সম্পর্কে যে ধারণা ছিল, তা পাল্টে দেবে। ধারণা করা হচ্ছে, এটি ছিল একটি বাণিজ্যিক জাহাজ। এর আগে এ ধরনের জাহাজের নকশা দেখা গেছে গ্রিক মৃৎশিল্পে। ব্রিটিশ জাদুঘরে রাখা ‘সাইরেন ভাসে’ও এ ধরনের জাহাজের ছবি দেখা গেছে। গবেষক দলটি জানায়, তারা প্রথমে এ জাহাজটি নিয়ে গবেষণা বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে জাহাজের একটি অংশের কার্বন পরীক্ষার পর জানা যায়, মানুষের তৈরি করা অক্ষত জাহাজের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন। গবেষক দলটি জানায়, এ সপ্তাহেই লন্ডনে ব্ল্যাক সি ম্যাপ সম্মেলনে ওয়েলকাম কালেকশনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রাগৈতিহাসিক সমুদ্র স্তর পরিবর্তনের প্রতিক্রিয়া জানতে তিন বছর মেয়াদি একটি মিশন কৃষ্ণসাগরে কাজ শুরু করছে। প্রতœতাত্ত্বিক, বিজ্ঞানী, সমুদ্র জরিপকারীদের নিয়ে গড়া এই আন্তর্জাতিক দলটি এ পর্যন্ত ৭২টি জাহাজ উদ্ধার করেছে। এগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন। পানির নিচে পাওয়া উল্লেখযোগ্য জাহাজগুলোর মধ্যে রয়েছে ১৭ শতকে কোস্যাকের ছিনতাইকারী জাহাজ ও রোমানদের বাণিজ্যিক জাহাজের বহর। সূত্র : দ্য গার্ডিয়ান


আরো সংবাদ



premium cement
আমাদেরকে পরকালের জন্য তৈরি হতে হবে : অ্যাডভোকেট জুবায়ের ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের দক্ষতা অর্জন করে নিজেদের মানকে উন্নত করতে হবে : আবদুল হালিম বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্য রাতে, চিন্তিত জেলেরা ভোটে জেতার ৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মিরকে ভারতের অংশ বানাতে চান যোগী পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি ভিন্নভাবে গাজা যুদ্ধের প্রতিবাদ জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই কোহলির পাকিস্তান সফরের আগ্রহে মুগ্ধ আফ্রিদি

সকল