২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অবশেষে ফিরল ফেসবুক

- সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার এক ঘণ্টার বেশি সময় পর সক্রিয় হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর থেকে সচল হতে শুরু করে সামাজিক মাধ্যমটি। এরআগে, বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে হঠাৎ করেই এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানান তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। নয়া দিগন্তের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

ব্রিটিশ একাধিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হয়েছে। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

হঠাৎ করে ফেসবুক নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

বাংলাদেশের এক ব্যবহারকারী কবি নূর মোহাম্মদ জানান, ‘রাত ৯টার দিক থেকে তিনি ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।’

ফেসবুক ব্যবহারকারী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়াম বলেন, ‘ফেসবুক লগইন ছিল, কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করল কিনা। এরপর অনেকের এই অবস্থা জানার পর এখন কিছুটা স্বস্তি লাগছে। কিন্তু কেনো এমন হলো এ বিষয়ে কিছু জানতে বা বুঝতে পারছি না।’

ফেসবুক-ভিত্তিক ‘গৃহত্যাগী’ নামে ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানের অ্যাডমিন আহমেদ ফয়সাল বলেন, ‘প্রথমে ভেবেছিলাম গ্রুপে কোনো রিপোর্টের জন্য অ্যাডমিন আইডিতে সমস্যা হয়েছে। পরে মডারেটরদের সাথে যোগাযোগ করে তাদের আইডিতে একই সমস্যা জেনে কিছুটা ভয় পেয়ে যাই। এরপর অবশ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বিষয়টি নিশ্চিত হই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।


ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


আরো সংবাদ



premium cement