২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাকারবার্গের মেটা থেকে আবারো ছাঁটাই হাজার হাজার কর্মী?

জাকারবার্গের মেটা থেকে আবারো ছাঁটাই হাজার হাজার কর্মী? - ছবি : সংগৃহীত

মার্ক জাকারবার্গের সংস্থা মেটা থেকে ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন হাজার হাজার কর্মী। চলতি সপ্তাহেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে দাবি। আগামী সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো বিবৃতি জারি করেনি জাকাবার্গের মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন।

গত নভেম্বরে ১১,০০০ হাজার কর্মীকে সরিয়ে দিয়েছিল মেটা। ওই সময় কাজ হারিয়েছিলেন মেটার ১৩ শতাংশ কর্মী। এর মাস চারেকের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সমাজমাধ্যম সংস্থায় আবার অনেকে কাজ হারাতে পারেন বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ নামে এক সংবাদমাধ্যম।

নামপ্রকাশে অনিচ্ছুক মেটার এক কর্মকর্তা সংবাদমাধ্যমে দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে সংস্থার সদর দফতরে এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত স্তরে রয়েছে। সম্প্রতি কর্মীদের দক্ষতার পর্যালোচনা করতে গিয়ে চলতি বছরকে ‘দক্ষতার বছর’ হিসাবে চিহ্নিত করেছেন মেটার চিফ এগ্‌জিকিউটিভ অফিসার জাকারবার্গ। এর পর অদক্ষ কর্মীদের সরানোর তোড়জোড় শুরু হয়।

কর্মীছাঁটাইয়ের প্রসঙ্গে অবশ্য সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি মেটার মুখপাত্র। যদিও মঙ্গলবার শেয়ার বাজার খোলার আগেই মেটার শেয়ার দাম ১.৭ শতাংশ লাভ করেছে। অন্য দিকে, সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায়, মেটার শেয়ারদরে ৫৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। যা চলতি বছরের গোড়া থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধি। তবে আগামী সপ্তাহে পরিবারে তৃতীয় সন্তানের আগমনের খবর পাওয়ার আগেই হয়তো কর্মীছাঁটাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলতে পারেন জাকারবার্গ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement