১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ইউরেশীয়দের দিকে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট, দু’টুকরা হবে তিব্বত!

ইউরেশীয়দের দিকে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট, দু’টুকরা হবে তিব্বত! - ফাইল ছবি

ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে। ফলে প্রতি বছর দু'মিলিমিটার হারে স্থলভাগ হ্রাস পাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লেটের নড়াচড়ার ফলে হিমালয় বাড়ছে কিন্তু তিব্বত দু’টুকরা হয়ে যেতে পারে। গবেষক দল জানিয়েছে, নড়াচড়ার ফলে প্লেটের উপরিভাগ মাছের টিনের ঢাকনার মতো খসে পড়ছে। এ প্রক্রিয়াটি প্রায় ৬০ মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল যখন ভারত ইউরেশিয়ায় প্রবেশ করেছিল।

ওশান ইউনিভার্সিটি অব চায়নার ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সভায় গবেষণাটি প্রকাশ করা হয়। গবেষকরা বলেছেন, সংঘর্ষের কারণে হিমালয় আরো উঁচু হচ্ছে।‌
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement