গফরগাঁওয়ে ভাতিজার হাতে চাচা খুন
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৩, ২০:৩৯
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে চাচা আজিজুল হক ঢালীকে (৫০) পিটিয়ে হত্যা করেছে ভাতিজা।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ভুষভুষিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নাসিমা বেগম নামে একজনকে আটক করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিহত আজিজুল হক ঢালীর সাথে তার সহোদর ভাতিজা নাজিম উদ্দিন ও ভাই এমদাদ ঢালীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমিতে ভাতিজা নাজিম উদ্দিন ঢালী বাঁশ কাটতে গেলে চাচা আজিজুল হক ঢালী তাতে বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আজিজুল হক ঢালীকে ভাতিজা নাজিম উদ্দিন লাঠি দিয়ে বেধড়ক পিটুনী দেয়। স্বজনরা খোঁজ পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ জানান, হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাসিমা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা