২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯, ২ রমজান ১৪৪৪
`

গফরগাঁওয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

গফরগাঁওয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার -

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ নদ থেকে উদ্ধার করেছে গ্রামবাসী।

বুধবার সকাল ৮টার দিকে নদ থেকে দু’দিন পর এ লাশ উদ্ধার করা হয়। এ সময় হোসেনপুর ফায়ার সার্ভিস ও পাগলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আব্দুল মালেক জানান, বুধবার সকালে খবর পেয়ে নিখোঁজের আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল বাজার এলাকা থেকে সিফাত (১৭) ও চরশাখচূড়া মাতারবাড়ি এলাকা থেকে শিশু ইয়াছিনকে (৬) উদ্ধার করে।

নিহত সিফাত চরশাখচূড়া (উজানচর) গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও ইয়াছিন একই গ্রামের মনির হোসেনের ছেলে। তারা উভয়ই চাচা-ভাতিজা।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজের আত্মীয়-স্বজনসহ গ্রামবাসীর ভীড় জমেছে নদের পাড়ে।

জানা যায়, সোমবার বিকেলে পাশের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় শেখ রাসেল নৌকাবাইচ চলাকালে একটি বাইচের নৌকার সাথে বাইচ দেখতে আসা অপর একটি ডিঙি নৌকার ধাক্কা লেগে ডুবে যায়। এতে ডিঙি নৌকার আরোহীদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে পারলেও দু’জন নিখোঁজ ছিল। গত দু’দিন ধরে বহ্মপুত্র নদের তাদের উদ্ধারে অভিযান চালায় নিখোঁজের আত্মীয়সহ হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনীদলের সদস্যরা।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ


premium cement
টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হচ্ছে আজ থেকে, পাওয়া যাচ্ছে অনলাইনেও আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি : আইজিপি ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালকের লাশ উদ্ধার বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ হয়নি : ইসি কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত আইপিএল খেলতে গিয়ে সতীর্থদের জন্য ক্রীড়া সামগ্রী আনতেন সাকিব দেশে গণপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার আহ্বান জামায়াতের বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর তাঁতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের যুবক সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

সকল