১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, অভিযুক্ত বৃদ্ধ আটক

- প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে ষাট বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত বৃদ্ধের নাম বদর আলী। বুধবার দুপুরে অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে। ভিকটিমের মা বাদী হয়ে একই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে বদর আলীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্তকে আটক করা হয়।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত বদর আলী একই মহল্লার বাসিন্দা। গত কয়েক মাস আগে বদর আলী ওই ছাত্রীকে তেলপড়া দেয়ার কথা বলে গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এই ঘটনা প্রকাশ না করতে স্কুলছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয় ধর্ষক বদর। হঠাৎ গত ১৩ জানুয়ারি ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জে নিয়ে যায়। ডাক্তারী পরীক্ষায় ওই ছাত্রী গর্ভবতী বলে জানা যায়।

পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক বদর আলী মিমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। এনিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ছাত্রীর মা বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেলে পুলিশ বদর আলীকে আটক করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘অভিযুক্ত বদর আলীকে আটক করে বুধবার দুপুরে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। ভিকটিম আসলেই অন্তঃসত্ত্বা কিনা তা জানার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং

সকল