২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে ভারত : বাংলাদেশ খেলাফত মজলিস

-

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভারতের নির্বাচনের সময় ফরিদপুরে মন্দিরে আগুন নাটক সাজিয়ে দুইজন মুসলিম শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন মুসলমান হিসেবে কোনোভাবেই আমরা সহ্য করতে পারি না। ভারত পরিকল্পিতভাবে বংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। সরকারও এ বিষয়ে দায় এড়াতে পারে না। ৯৫ ভাগ মুসলমানের দেশে হিন্দুরা দুইজন মুসলিমকে হত্যা করার সাহস কোথায় থেকে পেল দেশের মানুষ জানতে চায়। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও ইসলাম টিকিয়ে রাখতে হলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা ভারতের দালালি করছে, তারা দেশ ও জাতির শত্রু। তাদের প্রতিরোধ করা সময়ের দাবি।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেনÑ যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement